আমাদের সম্পর্কে

About Image

ব্যবসা হোক সহজ এবং ঝামেলাহীন

কাস্টমার, ইনভেন্টরি, স্টক, কুরিয়ার এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস গুলো সামলাতে ছোট কিংবা মাঝারি ব্যবসায়ীদের নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। বাংলাদেশের মত প্রতিযোগিপূর্ণ বাজারে হিসাব অ্যাপস সব ধরণের ব্যবসায়ের জন্য আদর্শ পরিপূর্ণ সেবা। এটি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে ছোট থেকে মাঝারি সব ধরণের ব্যবসা পরিচালনার জন্য সহায়ক এবং কম খরচে সহজ সমাধানের সেরা উপায়।

আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ

সৃজনশীল

কমিউনিটি

রেজাল্ট ও অ্যাকাউন্টাবিলিটি

নিরাপদ এবং সুরক্ষিত

দ্রুত ফলাফল

গ্রাহক কেন্দ্রিক

আমাদের গল্প

হিসাব একটি প্রয়োজন থেকে শুরু হয়েছিল।

বেশ কিছু দিন আগে কয়েকজন তরুণ সফটওয়্যার নির্মাতা ই-কমার্স সাইট বানানোর পরিকল্পনা করলো। যার জন্য তারা একটি অটোমেটেড অ্যাপস এবং সফটওয়্যারের কথা চিন্তা করলো। যা দিয়ে খুব সহজে ব্যবসায়িক হিসাব নিকাশের জটিল কাজ থেকে শুরু করে মার্কেটিং এবং টিম পরিচালনা করা যাবে খুব সহজে।

কিন্তু এই কাজ গুলো করতে গিয়ে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হলো। যার ফলে তারা বিদেশী কিছু অ্যাপ এবং সফটওয়্যারও টেস্ট করে দেখলো এই কাজ গুলো করার সহজ কোন উপায় আছে কিনা। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মত নামীদামী কোম্পানির সফটওয়্যার ঘেঁটেও তারা হতাশ হলো।

বিদেশী অ্যাপস এবং সফটওয়্যার গুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে ইন্সটল এবং সেটআপ করার পর দেখা গেল সেগুলোতে কাজ করা সহজে নয়। এমনকি সেগুলো পরিচালনা করা বেশ জটিল এবং কিছু কিছু অ্যাপস/ সফটওয়্যার ঠিক যেমনটা বলেছিল সেরকমও কাজের নয়।

এত সব জটিলতা আর সমস্যার সমাধান করতে সফটওয়্যার নির্মাতাদের মাথায় পরিকল্পনা আসলো যে নিজেদের দেশীও কোন অ্যাপস দিয়ে এই সকল কাজ করে ফেলা যায় কিনা। আর তাদের সেই চিন্তাশীল এবং উদ্ভাবনীয় ভাবনার বাস্তবায়ন রূপই হচ্ছে আজকের হিসাব অ্যাপসটি।

শুরুর দিকে নির্মাতারা মূলত তাদের কাজের জন্যেই অ্যাপটিকে ডেভেলপ করতে থাকে এবং নানা ভাবে এর পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। ধীরে ধীরে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মুখে মুখেই অ্যাপটির কথা আরো অনেকেই জানতে পারে। অ্যাপটির ফিচার এবং কাজের কথা জানতে পেরে তারা খুবই উৎসাহী হয়ে উঠে এবং ডেভেলপ অবস্থাতেই তারা সেটি ব্যবহার করে দেখার ইচ্ছা প্রকাশ করে। ফলস্বরূপ নির্মাতারা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের কাছ থেকে হাজার হাজার ফোন কল পেতে থাকে অ্যাপটি তারা কবে থেকে ব্যবহার করতে পারবে।

প্রচুর উৎসাহ আর উদ্দীপনার কারণে হিসাব অ্যাপের তরুণ নির্মাতারা অ্যাপটি নানা ধরণের সেবা সহ সবার জন্য উন্মুক্ত করলো। যাতে করে সব ধরনের ব্যবসায়ী এবং উদ্যোক্তারা হিসাব অ্যাপটি ব্যবহার করে অটোমেটেড পদ্ধতিতে তাদের ব্যবসা অথবা দোকান পরিচালনা করতে পারে।

হিসাব অ্যাপসটি মূলত ব্যবসা শুরু করতে এবং ঝামেলার কাজ গুলোর সহজ সমাধান দিতে দারুণ ভাবে সফল হয়। প্রায় হাজার খানেক ব্যবহারকারীর মতামতের উপর ভিত্তি করে হিসাব অ্যাপটিকে ধারাবাহিক ভাবে ডেভেলপ করা হয়। যার ফলে হিসাব অ্যাপটি সহজ ভাবে সব ধরণের ব্যবসায়ীদের ব্যবহার উপযোগী হয়ে উঠে। বর্তমানে হিসাব অ্যাপটি দিয়ে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, বিলিং, মার্কেটিং সহ আরও অন্যান্য কাজে নির্ভুল ভাবে ব্যবহার করা যায়।

হিসাব নামটি বাছাই করার পেছনেও যৌক্তিক একটি কারণ আছে। আর তা হলো অ্যাকাউন্টিং কে বাংলায় হিসাবই বলা হয়ে থাকে। সেই সাথে হিসাবের নির্মাতারা মনে করে তাদের এই সৃজনশীল কাজের গুণগত মানটিও পরিমাপ যোগ্য। আর তাই অ্যাপটির নাম রাখা হয় “হিসাব”।

প্রতিদিনই হিসাব অ্যাপটি হাজার হাজার ব্যবসায়ীদের পাশাপাশি নির্মাতাদের দল ব্যবহার করে আসছে সেই সাথে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাপটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও দক্ষ করে তোলা হচ্ছে। যাতে করে হিসাব অ্যাপটি সর্বোচ্চ ভাবে আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এ কারণেই হিসাব অ্যাপটিতে ফ্রি ট্রায়ালের ব্যবস্থাও রাখা হয়েছে। যাতে যে কেউ ফ্রিতে ট্রায়াল দিয়ে দেখতে পারেন অ্যাপটি তার ব্যবসায়ের জন্য কতটা কার্যকর হতে পারে। আর এই ট্রায়াল বিনামূল্যে যে কেউ যাচাই করতে পারে। লেনদেনের মতই সহজ সোজা ‘হিসাব অ্যাপ’।

আমাদের টিমে যোগ দিন

আপনিও হতে পারেন আমদের সৃজনশীল এবং অসাধারণ টিমের একজন সদস্য। যারা প্রতিনিয়ত নতুন কিছু করার জন্য সর্বদা নিবেদিত।

টিমে যোগদিন